ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ ভাদ্র ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

চলতি অর্থবছরে বশেমুরবিপ্রবির বাজেট ৫৪ কোটি টাকা


প্রকাশ: ২৭ জুন, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


চলতি অর্থবছরে বশেমুরবিপ্রবির বাজেট ৫৪ কোটি টাকা

   

বশেমুরবিপ্রবি থেকে খাদিজা জাহান : ২০২০-২১ অর্থবছরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) ৫৪ কোটি ২ লক্ষ টাকার বাজেট অনুমোদন পেয়েছে, যা ২০১৯-২০ অর্থ বছরের তুলনায় প্রায় ১৫ লক্ষ টাকা বেশি।

উক্ত বাজেটের বিষয়টি নিশ্চিত করেছেন বশেমুরবিপ্রবির হিসাব দপ্তরের উপ-পরিচালক শেখ সুজা উদ্দিন।

এছাড়া ২০১৯-২০ অর্থবছরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক প্রদানকৃত অনুদানের পরিমাণ ছিলো ৩২ কোটি ৩৭ লক্ষ টাকা।চলতি বছরে এর পরিমাণ ৩২ কোটি ২ লক্ষ টাকা যা পূর্বের তুলনায় ৩৫ লক্ষ টাকা কমেছে।

২০১৯-২০ অর্থবছরের বাজেটে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ছিলো ২১ কোটি ৫০ লক্ষ টাকা যা চলতি বছরে হয়েছে ২২ কোটি টাকা।গতবছরের তুলনায় বেড়েছে প্রায় ৫০ লক্ষ টাকা।

২০১৯-২০ অর্থবছরের তুলনায় বাজেটে বেতন ও ভাতাদি বাবদ সহায়তা এবং গবেষণা অনুদান বৃদ্ধি পেয়েছে তবে পণ্য ও সেবা বাবদ সহায়তা এবং মোট মূলধন অনুদান হ্রাস পেয়েছে।

উল্লেখ্য,২০২১-২০ অর্থবছরে ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য ৮ হাজার ৪৮৫ দশমিক ১২ কোটি টাকার বাজেট অনুমোদন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।


   আরও সংবাদ