ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ ভাদ্র ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

সিসিটিভি'র ফুটেজ দেখে মনে হচ্ছে দুর্ঘটনা নয় হত্যাকান্ড : নৌপরিবহন প্রতিমন্ত্রী 


প্রকাশ: ২৮ জুন, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


সিসিটিভি'র ফুটেজ দেখে মনে হচ্ছে দুর্ঘটনা নয় হত্যাকান্ড : নৌপরিবহন প্রতিমন্ত্রী 

   

স্টাফ রিপোর্টার :নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, সিসি টিভি ক্যামেরার ফুটেজ দেখে মনে হয়েছে এটি দুর্ঘটনা নয়, এটি একটি হত্যাকান্ড। এক্ষেত্রে লঞ্চ মালিকদের গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখা হবে।

আজ সোমবার (২৯ জুন) ঢাকা সদরঘাটে যাত্রীবাহী লঞ্চ দুর্ঘটনার স্থান এবং উদ্ধার কার্যক্রম পরিদর্শনকালে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিআইডব্লিউটিএ’র নৌ দুর্যোগ তহবিল থেকে লঞ্চ দুর্ঘটনায় মৃত প্রত্যেকের পরিবারকে দেড় লাখ টাকা করে দেয়া হবে। 

তাৎক্ষণিকভাবে দাফনের জন্য বিআইডব্লিউটিএ’র পক্ষ থেকে ১০ হাজার করে টাকা এবং ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার করে টাকা দয়ো হয়েছে।

এসময় মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক এবং নৌপুলিশের ডিআইজি আতিকুর রহমান উপস্থিত ছিলেন।

 

সিসিটিভি'র ফুটেজ দেথতে বিএন নিউজের ফেসবুক পেইজে আসুন। লাইক, কমেন্ট এন্ড শেয়ার করুন। https://www.facebook.com/watch/?v=754257898649494


   আরও সংবাদ