ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ ভাদ্র ১৪৩১, ৭ শাওয়াল ১৪৪৫

"করোনার বন্ধে নতুন রুপ পাচ্ছে হাবিপ্রবির শেখ রাসেল হল"


প্রকাশ: ২ জুলাই, ২০২০ ১৪:০০ অপরাহ্ন



   

হাবিপ্রবি থেকে আবু সাহেব : দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবাসিক ও একাডেমিক সংকট উত্তরণে বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। এবার সেই কাজের সাথে যুক্ত হয়েছে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে পুরনো শেখ রাসেল হলের ওয়াশরুম সংস্কারের কাজ। 

বর্তমান হল সুপার অধ্যাপক ড. ইমরান পারভেজ এর  উদ্যোগে গত বুধবার (১ লা জুলাই) থেকে এই কাজ শুরু হয়। 

এ বিষয়ে বর্তমান হল সুপার অধ্যাপক ড. ইমরান পারভেজ জানান, শেখ রাসেল হলটি বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম প্রতিষ্ঠিত হল হওয়ায় এর ওয়াশরুম গুলো খুবই জরাজীর্ণ ছিল। আমি দায়িত্ব নেওয়ার পর হলের ওয়াশরুম গুলো নতুন করে সাজানোর উদ্যোগ নেই। 

এ লক্ষ্যে প্রায় দুই বছর আগে মাননীয় উপাচার্য স্যারের কাছে আবেদন দেই। দীর্ঘ প্রক্রিয়া শেষে গতকাল (১ লা জুলাই) থেকে সংস্কারের কাজ শুরু হয়েছে। পুরাতন সব ওয়াশরুম গুলো সংস্কার করে টাইলস ফিটিং এবং ভাঙ্গা দরজা-জানালা গুলো মেরামত করার প্রক্রিয়া চলছে। 

আশা করি করোনা  পরবর্তীতে ছাত্ররা হলে এসে নতুন ওয়াশরুম এবং নতুন পরিবেশ পাবে। এছাড়াও হলের নিরাপত্তা জোরদার করার জন্য ইতোমধ্যে সিসি ক্যামেরা বসানো হয়েছে। এছাড়াও গনরুম গুলো রঙ করা হয়েছে।


   আরও সংবাদ