ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ ভাদ্র ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

জাপানে ভূমিধসে ১৫ জনের মৃত্যুসহ নিখোঁজ ৯


প্রকাশ: ৪ জুলাই, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


জাপানে ভূমিধসে ১৫ জনের মৃত্যুসহ নিখোঁজ ৯

   

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ কিউশুতে ভারী বৃষ্টিপাতে ভূমিধস হচ্ছে। একইসঙ্গে দেখা দিয়েছে বন্যা। এতোমধ্যে বহু এলাকা প্লাবিত হয়ে গেছে। এতে অন্তত ১৫ জনের মৃত্যুর আশঙ্কা করছে দেশটি। এছাড়া এখনো আরও অনেকেই নিখোঁজ বলে জানা গেছে।

গতকাল শনিবার (০৪ জুলাই) স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, অন্তত ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। তারা আর বেঁচে নেই বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। একইসঙ্গে আরও অন্তত ৯জন নিখোঁজ আছেন বলেও জানান।

এ দিন কিউশুর কুমামোতো প্রিফেকচারে ভারী বৃষ্টিপাত হয়। যা নজিরবিহীন। অবশ্য দিনের শেষ দিকে বৃষ্টি কমে আসে। স্থানীয় কুমা নদীর ১০টিরও বেশি স্থানে তীর উপচে বন্যা দেখা দিয়েছে।

এরইমধ্যে লাখো বাসিন্দাকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে বহু লোক জরুরি আশ্রয় কেন্দ্রগুলোতে গিয়ে উঠেছেন।

বিবিসি বলছে, বন্যায় ডুবে যাওয়া একটি বৃদ্ধ নিবাস থেকে ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের সবার মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।


   আরও সংবাদ