ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ ভাদ্র ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

এন্ড্রু কিশোরের মৃত্যুতে ডিএনসিসি মেয়রের শোক


প্রকাশ: ৫ জুলাই, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


এন্ড্রু কিশোরের মৃত্যুতে ডিএনসিসি মেয়রের শোক

   

স্টাফ রিপোর্টার : 'ডাক দিয়েছেন দয়াল আমারে', 'হায়রে মানুষ রঙিন ফানুস', 'আমার সারা দেহ খেয়ো গো মাটি', 'জীবনের গল্প আছে বাকী অল্প' এরকম অসংখ্য জনপ্রিয় ও শ্রোতাপ্রিয় গানের শিল্পী এন্ড্রু কিশোরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।  

এক শোকবার্তায় মেয়র বলেন, এন্ড্রু কিশোর এদেশের চলচ্চিত্রের গানের একজন প্লেব্যাক সম্রাট, ১৯৭৭ সালে আলম খানের সুরে ‘মেইল ট্রেন’ চলচ্চিত্রে ‘অচিনপুরের রাজকুমারী নেই যে তার কেউ’ গানের মধ্য দিয়ে চলচ্চিত্রে প্লেব্যাক যাত্রা শুরু করেন। 

চলচ্চিত্রের গানের এই বরপূত্র তাঁর সংগীত জীবনে ৮ বার জাতীয় চলচ্চিত্র পুরুস্কার অর্জন করেন। কিংবদন্তি এই সংগীতশিল্পী বাংলা গানকে যেভাবে দেশ-বিদেশে পরিচিতি এনে দিয়েছেন তা সংগীতপ্রেমীরা সারাজীবন মনে রাখবে।বাংলা গানের এই নিবেদিত, মেধাবী ও চির সবুজ শিল্পীকে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত।

মেয়র আতিকুল ইসলাম মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


   আরও সংবাদ