ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ ভাদ্র ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

কিংবদন্তি সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক


প্রকাশ: ৫ জুলাই, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


কিংবদন্তি সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক

   

স্টাফ রিপোর্টার : কিংবদন্তি সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুব  ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব জাহিদ আহসান রাসেল।

আজ এক শোক বার্তায় গুণী এই শিল্পীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। 

শোক বার্তায় প্রতিমন্ত্রী আরও জানান, "এন্ড্রু কিশোর ছিলেন এদেশের সংগীত অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। ক্রীড়াঙ্গনের সাথেও শিল্পী এন্ডুকিশোর ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। 

যে কোনো বড় ইভেন্টের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে তার উজ্জ্বল পারফরম্যান্স দর্শক শ্রোতাদের হৃদয় ছুঁয়েছে।বাংলা গানের অপ্রতিদ্বন্দ্বী এ শিল্পীর মৃত্যু সাংস্কৃতিক পরিমণ্ডলে এক বিরাট ক্ষতি। 

দেশীয় সংস্কৃতির উৎকর্ষ সাধনে এবং দেশে ও দেশের বাইরে বাংলা সংস্কৃতির প্রতিনিধিত্বকরণে এই কালজয়ী শিল্পীর  অসামান্য অবদান চির স্মরণীয় হয়ে থাকবে।"


   আরও সংবাদ