ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ ভাদ্র ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ


প্রকাশ: ৭ জুলাই, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

   

স্টাফ রিপোর্টার : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন যুব উন্নয়ন অধিদপ্তর ও ইয়ূথ এন্টারপ্রেনারস ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (ইওয়াব)'এর যৌথ আয়োজনে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। 

আজ বুধবার (০৮ জুলাই) বেলা ১২ টায় যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে যুব সংগঠকদের মাঝে এই সামগ্রী বিতরণ করা হয়েছে।

যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আখতারুজ জামান খান কবির (অতিরিক্ত সচিব) উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরণকারী ব্যক্তিদের লাশ দাফন বা সৎকার কাজে নিয়োজিত যুব সংগঠনের সদস্যদের মাঝে এ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। 

প্রাথমিক পর্যায়ে দেশের ৫টি জেলার (বরগুনা, লক্ষ্মীপুর, নীলফামারী, মাদারীপুর, চট্টগ্রাম) ১০টি যুব সংগঠনের সদস্যের মাঝে ১৫০টি পিপিই বিতরণ করা হয়। পর্যায়ক্রমে দেশের সকল জেলায় যুব সংগঠনের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হবে বলে জানান হয়।

স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণের সময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আমরা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী যিনি ইতোমধ্যে সারা বিশ্বে করোনা যোদ্ধা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন  জাহিদ আহসান রাসেলের প্রত্যক্ষ নির্দেশনায় করোনার শুরু থেকেই যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ হতে  নানা পদক্ষেপ নিয়েছি। 

আমরা করোনায় ক্ষতিগ্রস্হদের আর্থিক সহায়তা দিয়েছি। করোনা পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে যারা দাফন কাফন-সৎকারের মতো মহৎ কাজ  কাজ করছেন তাদের আজ আমরা সুরক্ষা সামগ্রী প্রদান করছি। এ মহৎ কর্মের অংশীদার হতে পেরে আমরাও গর্বিত। 

আমাদের এ ক্ষুদ্র প্রয়াস আপনাদের এ মহৎ কাজে উৎসাহ যোগাবে বলে আমার বিশ্বাস। তিনি সারা দেশের সকল যুব সংঠকদের এ কাজে এগিয়ে আসার আহবান জানান।


   আরও সংবাদ