ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ ভাদ্র ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

মণিরামপুরে শাহীন চাকলাদারের নির্বাচনী প্রচার


প্রকাশ: ১০ জুলাই, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


মণিরামপুরে শাহীন চাকলাদারের নির্বাচনী প্রচার

   

মণিরামপুর (যশোর) প্রতিনিধি : যশোর-৬, কেশবপুর আসনে নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের পক্ষে নির্বাচনী প্রচার সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার পৃথক এ নির্বাচনী প্রচার সভা মণিরামপুর উপজেলার শ্যামকুড় ও মশ্মিমনগর ইউনিয়নে এ সভা অনুষ্ঠিত হয়। 

আগামী ১৪ জুলাই উপ-নির্বাচন উপলক্ষে কেশবপুর সংসদীয় আসন লাগোয়া মণিরামপুর উপজেলার মনোহরপুর,দূর্বাডাঙ্গা, শ্যামকুড়, মশ্মিমনগর ও চালুয়াহাটি ইউনিয়নে ধারাবাহিকভাবে এ প্রচার সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার সন্ধ্যায় মশ্মিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনী প্রচার সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক ইউসুফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রভাষক ফারুক হোসেন। 

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাস্টার শহিদুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খানপুর ইউপি চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, মশ্মিমনগর ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, শ্যামকুড় ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, দূর্বাডাঙ্গা ইউপি চেয়ারম্যান গাজী মাযাহারুল আনোয়ার, আওয়ামী লীগ নেতা বাবুল আক্তার, দিলীপ ব্যানার্জী, ফেরদৌস রানা, বিপ্লব ঘোষ বাপ্পী, শাহরিয়ার হোসেন কাবিল, যুবলীগ নেতা শিপন সরদার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ফজলুর রহমান, যুবলীগ নেতা দীপঙ্কর, ছাত্রলীগ নেতা সাজ্জাত হোসেন, মেহেদি হাসান রাতুল, অনিক মন্ডল প্রমূখ। 

অপরদিকে বৃহস্পতিবার চিনাটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী প্রচার সভায় সভাপতিত্ব করেন শ্যামকুড় ই্উনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহিনুর রহমান। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনিরের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রভাষক ফারুক হোসেন। 

উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, গাজী মাযাহারুল আনোয়ার, আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা হেরমত আলী, আব্দুল জলিল, দিলীপ ব্যানার্জী, নজরুল ইসলাম, বাবুল আক্তার, যুবলীগ নেতা হোসেন আলী, আবুল কালাম, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মুরাদুজ্জামান মুরাদ, ছাত্রলীগ নেতা জনি, সাজ্জাদ হোসেন প্রমূখ।


   আরও সংবাদ