ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ ভাদ্র ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

অর্থমন্ত্রীকে না জানিয়েই শর্ত ভেঙে ঋণ রিশিডিউলের সুযোগ


প্রকাশ: ২৭ অগাস্ট, ২০১৯ ১৪:০০ অপরাহ্ন


অর্থমন্ত্রীকে না জানিয়েই শর্ত ভেঙে ঋণ রিশিডিউলের সুযোগ

   

শর্ত ভেঙে ১১ ব্যবসায়ীকে ঋণ রিশিডিউলের সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কিন্তু এ বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, আমিও এ বিষয়টি পত্রিকায় দেখেছি। আমার কাছ থেকে এ বিষয়ে কোনো অনুমোদন নেয়া হয়নি। তবে আমি এ বিষয়ে খোঁজ নিবো।

আজ বুধবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

গণমাধ্যমের খবরে দেখা গেছে, ২০১৫ সালে ১১ জন ব্যবসায়ীকে ঋণ রিশিডিউল সুবিধা দেয়া হয়েছিলো। ওই সময় বলা হয়েছিলো তারা যদি ঋণ পরিশোধ না করে তাহলে তাদের আর এ ধরনের সুযোগ দেয়া হবে না। কিন্তু গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের বোর্ড মিটিং আবারো তাদের নতুন করে রিশিডিউলের সুযোগ দেয়া হলো।

অর্থমন্ত্রী হিসেবে এটাকে কিভাবে দেখছেন, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমি এটা পত্রিকার মধ্যমে জানতে পেরেছি। আমার কাছ থেকে এ বিষয়ে কোনো অনুমোদন নেয়া হয়নি। তবে আমি এ বিষয়টা দেখবো। যেটা মিডিয়ায় এসেছে সেটাকে রেফার করেই আমি আরও ডিটেইলে যাবো। তারপর বিষয়টি সুন্দরভাবে বলতে পারবো।

তিনি বলেন, আমি এখনো জানি না কোন বিবেচনায় তাদের এ সুযোগ দেয়া হলো। আগে কি শর্ত ছিলো সেগুলো আমাদের দেখতে হবে। দিচ্ছে কিনা তাও জানি না। পত্রিকাতেতো সবকিছু ঠিক থাকে না।

মিডিয়া কি সব সময় সব ঠিক বলে প্রশ্ন রেখে তিনি বলেন, অনেক সময় মাঝে মাঝে মিডিয়া কিছুটা ভুলও লেখে। তবে সবসময় এমনটা হয় না। দুই-এক সময় এ সমস্যাটা হয়।


   আরও সংবাদ