ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ ভাদ্র ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

আসামে নাগরিক তালিকা প্রকাশের পর সতর্কতা সিলেট সীমান্তে 


প্রকাশ: ৩০ অগাস্ট, ২০১৯ ১৪:০০ অপরাহ্ন


আসামে নাগরিক তালিকা প্রকাশের পর সতর্কতা সিলেট সীমান্তে 

   

আসামের চূড়ান্ত নাগরিক তালিকা (এনআরসি) প্রকাশ করার পর সিলেটের সীমান্তবর্তী এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। জেলার সীমান্তবর্তী থানা এলাকাগুলোতে বিজিবির পাশাপাশি পুলিশও সতর্ক রয়েছে। তালিকায় বাদ পড়াদের কেউ যেন বাংলাদেশে ঢুকতে না পারে এ বিষয়ে সতর্কতামূলক বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ শনিবার স্থানীয় সময় সকাল ১০টায় অনলাইনে ও এনআরসি সেবাকেন্দ্রে এই তালিকা প্রকাশ করা হয়। তালিকায় ১৯ লাখ ভারতীয় বাসিন্দা বাদ পড়েছেন। 

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৯ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল সাঈদ হোসেন জানান, তালিকা আসামের হলেও সিলেট সীমান্তে যাতে এর কোনও প্রভাব না পড়ে সেদিকে লক্ষ্য রেখে ব্যাটালিয়ন-১৯ এর আওতাধীন সীমান্তে থাকা বিজিবিকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া আছে।

আইনশৃঙ্খলা বাহিনী বলছে, ভারতের আসামের বিষয়ে সিলেটের সীমান্তে তেমন কোনও প্রভাব পড়বে না। সীমান্ত এলাকা কিংবা চোরাই পথে বিএসএফ (ভারতের সীমান্তরক্ষী বাহিনী) আসামে নাগরিক তালিকা থেকে বাদ পড়াদের সীমান্ত দিয়ে যাতে পুশ-ইন করতে না পারে সেজন্য সর্তকতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।


   আরও সংবাদ