ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ ভাদ্র ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

সাইন্সল্যাব মোড়ে পুলিশকে লক্ষ্য করে বোমা বিস্ফরণ, আহত দুই পুলিশ সদস্য


প্রকাশ: ৩০ অগাস্ট, ২০১৯ ১৪:০০ অপরাহ্ন


সাইন্সল্যাব মোড়ে পুলিশকে লক্ষ্য করে বোমা বিস্ফরণ, আহত দুই পুলিশ সদস্য

   

স্টাফ রিপোর্টার : রাজধানীর সাইন্সল্যাব মোড়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের লক্ষ্য করে হাত বোমা  ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ২জন পুলিশ সদস্য আহত হয়েছেন। 

শনিবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। 

আহত দুই পুলিশ সদস্য এএসআই এবি শাহাবুদ্দিন (৩৫) ও ট্রাফিক কনস্টেবল আমিনুল (৪০) কে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে। তারা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিশেষ ডিউটিরত অবস্থায় ছিলেন সাইন্সল্যাব মোড়ে। তথ্যটি নিশ্চিত করেছেন নিউ মার্কেট থানার তদন্ত কর্মকর্তা ওসি শের আলম। 

তিনি বলেন, আহতাবস্থায় তাদেরকে হাসপাতালে আনা হয়েছে। এখন চিকিৎসা চলছে।

শাহবাগ থানার ওসি অপারেশন শাহাব উদ্দিন জানান সাইন্স ল্যাবরেটরি মোড় এলাকায় রাস্তায় গাড়ি থেকে নেমে রাস্তা দারানোর পর পরই  হঠাৎ বিস্ফোরণে আহত হন।

রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি-ধানমন্ডি) আসানুজ্জামান বলেন, কে বা কারা এমনটা ঘটিয়েছে তা জানা যায়নি। তবে কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং বিস্ফোরণকৃত বোমাটি প্রকৃত পক্ষে কি ধরণের ছিল সেটি উদঘটনে তদন্ত চলছে। ধারণা করা হচ্ছে এটি হাত বোমা।


   আরও সংবাদ