ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ ভাদ্র ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

চৌগাছায় ডেঙ্গু প্র‌তি‌রোধে জরুরী সভা


প্রকাশ: ৩ সেপ্টেম্বর, ২০১৯ ১৪:০০ অপরাহ্ন


চৌগাছায় ডেঙ্গু প্র‌তি‌রোধে জরুরী সভা

   

য‌শোর থেকে খান সাহেব  : যশোরের চৌগাছায় ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা নিতে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই জরুরী সভা অনুষ্টিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহব্বায়ক দেবাশীষ মিশ্র জয়, নারী ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার, সহকারি কমিশনার (ভূমি) নারায়ণ চন্দ্র পাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী, চৌগাছা সদর ইউপি চেয়ারম্যন ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম।

অন্যানের মধ্যে বক্তৃতা করেন সিংহঝুলী ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল বাদল, সুখপুকুরিয়া ইউপি চেয়ারম্যান তোতা মিয়া, স্বরূপদহ ইউপি চেয়ারম্যান শেখ আনোয়ার হোসেন, জগদীশপুর ইউপি চেয়ারম্যান তবিবর রহমান খান, পাতিবিলা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল, ধূলিয়ানী ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান, পাশাপোল ইউপি চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মাসুদ রানা প্রমুখ।

উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুতের ডিজিএম দেব কুমার মালো, উপজেলা প্রকৌশলী রাশেদুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, বিআরডিবি কর্মকর্তা আনিচুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা নাজিম উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকছুরা জামান, সাব-রেজিষ্টার নারায়ণ চন্দ্র মন্ডল, মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ , খাদ্য নিয়ন্ত্রক সালমা চৌধূরী, শিক্ষা কর্মকর্তা আবুল কালাম রফিকুজ্জামান, তথ্য সেবা কর্মকর্তা প্রিয়াংকা সাহা, সাংবাদিক এইচএম ফিরোজ হোসেন ছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, পৌরসভাসহ সকল ইউনিয়নের সচিববৃন্দ।


   আরও সংবাদ