ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ ভাদ্র ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

য‌শো‌রে ২৪ ঘন্টায় ৫৭ ডেঙ্গু রোগী সনাক্ত


প্রকাশ: ৩ সেপ্টেম্বর, ২০১৯ ১৪:০০ অপরাহ্ন


য‌শো‌রে ২৪ ঘন্টায় ৫৭ ডেঙ্গু রোগী সনাক্ত

   

য‌শোর থেকে খান সাহেব : যশোরে গত ২৪ ঘন্টায় ৫৭ জনের শরীরে এডিসের জীবানু সনাক্ত হয়েছে। যাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই সময় চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ৬৩ জন। সবমিলিয়ে বর্তমানে যশোর জেনারেল হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২০২ জন।

যশোর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, যশোর জেলায় এ পর্যন্ত এক হাজার ৫৫১ জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। এরমধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এক হাজার ৩৪৯জন। আর মারা গেছেন তিনজন।

যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল কালাম আজাদ জানান, গত কয়েকদিন ধরে রোগী ভর্তি সংখ্যা কমতে শুরু করেছে। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাওয়ায় আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে।


   আরও সংবাদ