ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ ভাদ্র ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

বিচারকের বিচারিক ক্ষমতা প্রত্যাহারের দাবি বারের


প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০১৯ ১৪:০০ অপরাহ্ন


বিচারকের বিচারিক ক্ষমতা প্রত্যাহারের দাবি বারের

   

স্টাফ রিপোর্টার : জামিনযোগ্য মামলায় জামিন বাতিল করে জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা ব্যারিস্টার মইনুল হোসেনকে কারাগারে পাঠানো নিয়ে বিচারক তফাজ্জল হোসেনের বিচারিক ক্ষমতা প্রত্যাহারের দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট বারের সম্পাদক মাহবুব উদ্দিন খোকন। 

একইসঙ্গে ওই বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বার মিলনায়তনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপিপন্থী আইনজীবীরা এ দাবি জানান।

তিনি বলেন, তিনি বলেন, ‘সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি ব্যারিস্টার মইনুল হোসেনকে সম্পূর্ণ বেআইনিভাবে জামিন বাতিল করে কারাগারে পাঠানো হয়েছে। সব আইনজীবীর জন্য এটা লজ্জার ব্যাপার।

জামিনযোগ্য মামলায় জামিন না দেয়া ফরমায়েশি অাদেশের কারনেই হয়েছে। 

বারের সম্পাদক বলেন, জামিনযোগ্য মামলায় জামিন না দিয়ে ফরমায়েশি অাদেশের জন্য বিচার বিভাগকে একদিন কঠোর পরিণতি ভোগ করতে হবে। এছাড়া বিষয়টিকে সব অাইনজীবীর জন্য লজ্জাজনক বলেও মন্তব্য করেন তিনি। 

এসময় বারের সাবেক বর্তমান নেতারা উপস্থিত ছিলেন। তবে সংবাদ সম্মেলনে ছিলেন না বর্তমান সভাপতি এ এম অামিন উদ্দিন।


   আরও সংবাদ