ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ ভাদ্র ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

বিশ্বের অন্যতম সেরা স্টেডিয়াম বানানোর লক্ষ্য বিসিবির


প্রকাশ: ১৩ এপ্রিল, ২০১৯ ১৪:০০ অপরাহ্ন


বিশ্বের অন্যতম সেরা স্টেডিয়াম বানানোর লক্ষ্য বিসিবির

   

রাজধানীর পূর্বাচলে 'দ্য বোট-শেখ হাসিনা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম'- এর নির্মাণ কাজ চলতি মাসে শুরু হওয়ার কথা থাকলেও, এখন সেটা পিছিয়ে শুরু হবে চলতি বছরের শীতে।

শনিবার (১৩ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রকল্প বাস্তবায়নের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিদ্ধান্ত হয়েছে, চলতি মাস থেকেই স্টেডিয়াম দখলের কাজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপর সামনের শীত মৌসুমে শুরু হবে দৃশ্যমান কাজ। বিসিবির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এটাকে বিশ্বের অন্যতম সেরা স্টেডিয়াম বানানোর লক্ষ্য তাদের।

বিসিবি সহসভাপতি মাহবুব আনাম সভা শেষে সাংবাদিকদের বলেন, 'আমাদের প্রজেক্ট ইমপ্লিমেন্টের প্রথম সভা অনুষ্ঠিত হলো। কীভাবে আমরা প্রকল্পটি বাস্তবায়ন করতে পারি, সেই সব নিয়ে আলোচনা হয়েছে এখানে। প্রধানমন্ত্রী এই জমিটি প্রতীকী মূল্যে আমাদের দিয়েছেন। এই মাসের (এপ্রিল) মধ্যেই আমরা মাঠের দখল পাওয়া নিয়ে কাজ করব। দখল পেলেই কাজের গতি বেড়ে যাবে।'

কাজ শুরুর ব্যাপারে তিনি আরও জানান, 'স্টেডিয়ামের ফিজিক্যাল কাজ আগামী শীত মৌসুমের আগে করা হবে না। বিসিবি ইতোমধ্যে একটি কনসেপ্ট ড্রয়িং তৈরি করেছে। ওটাকে পরিপূর্ণ করা এবং এর মধ্যে আমাদের অন্য জিনিসগুলো যেমন- ড্রেসিং রুম থেকে শুরু করে প্রয়োজনীয় সবকিছুই আসতে হবে। আমরা আশা করছি কাজ শুরুর দুই বছরের মধ্যেই স্টেডিয়াম নির্মাণ শেষ হবে।'

মাহবুব আনাম যোগ করেন, 'এটিকে বিশ্বের অন্যতম সেরা স্টেডিয়াম করার লক্ষ্য বিসিবির। আমাদের ইচ্ছা এই স্টেডিয়ামটা এমন একটা স্টেডিয়াম হবে, যেটা শুধু এই অঞ্চলেরই নয়, বিশ্বের অন্যতম সেরা স্টেডিয়াম হবে। তাই প্রকল্পটি বাস্তবায়ন করতে বাইরে থেকে বিশেষজ্ঞ পরামর্শক নিয়োগ দেওয়া হতে পারে।'

অত্যাধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ স্টেডিয়ামটির সঙ্গেই থাকছে ক্রিকেট একাডেমি থেকে শুরু করে ইনডোর, সুইমিং পুল ও জিমনেশিয়ামসহ আনুষঙ্গিক সুযোগ-সুবিধা। থাকবে পাঁচতারকা হোটেলও। স্টেডিয়ামটির দর্শক ধারণক্ষমতা হবে অন্তত ৫০ হাজার। গত ৭ ফেব্রুয়ারি আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের উপস্থিতিতে স্টেডিয়ামের মডেল উদ্বোধন করেছিল বিসিবি।


   আরও সংবাদ