ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ ভাদ্র ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

চৌগাছায় গত ২৪ ঘন্টায় ৩১ ডেঙ্গু রোগী সনাক্ত জনমনে আতঙ্ক


প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০১৯ ১৪:০০ অপরাহ্ন


চৌগাছায় গত ২৪ ঘন্টায় ৩১ ডেঙ্গু রোগী সনাক্ত জনমনে আতঙ্ক

   

যশোর থেকে খান সাহেব : সারাদেশের ডেঙ্গু রোগীর সংখ্যা কমতে থাকলেও যশোরের চৌগাছায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় (এ রিপোর্ট লেখা পর্যন্ত) ৩১ জন নতুন ডেঙ্গু রোগী সনাক্ত করা হয়েছে।

উপজেলার একমাত্র সরকারি মডেল হাসপাতালে ডেঙ্গু রোগীর চিকিৎসার জন্য মাত্র ৭ টি সিটের ব্যবস্থা করা হয়েছে। 

রোগীর সংখ্যা এভাবে বৃদ্ধি পাওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছেন। এদিকে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় শহরের বাসিন্দাদের মধ্যেও চরম আতঙ্ক বিরাজ করছে।

জানা যায়, ২৪ ঘন্টায় আক্রান্ত ৩১ রোগীর মধ্যে হাসপাতালে সনাক্ত করা হয়েছে ১৭ জন এবং ক্লিনিকে ১৪ জন। আক্রান্ত এসব রোগীর মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে ২৬ জন। এবং বাকিদের উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে রেফার করা হয়েছে। উপজেলায় এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত ২১৪ জন রোগীর মধ্যে হাসপাতলে ১৪১ এবং ক্লিনিকে ৭৩ জন রোগী সনাক্ত করা হয়েছে।

চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাসুদ রানা জানান, রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা কমতে থাকলেও চৌগাছায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখা ক্রমশঃ বৃদ্ধি পাচ্ছে। তবে, আমাদের হাসপাতালে যারা ভর্তি আছেন তারা এখন আশঙ্কামুক্ত।


   আরও সংবাদ