ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ ভাদ্র ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা মঙ্গলবার


প্রকাশ: ৭ সেপ্টেম্বর, ২০১৯ ১৪:০০ অপরাহ্ন


বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা মঙ্গলবার

   

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং সাইফ পাওয়ারটেকের পৃষ্ঠপোষকতায় মঙ্গলবার মিরপুর সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে শুরু হচ্ছে ৩৩তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা। 

আগামীকাল সোমবার (৯ সেপ্টম্বর) সকালে প্রতিযোগীদের বয়সের গ্রুপ নির্ধারণ করা হবে।

রোববার (৮ সেপ্টম্বর) বিওএ অডিটরিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এম বি সাইফ একথা বলেন।

তিনি বলেন, ‘বালক-বালিকাদের ৫ টি করে গ্রুপে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তিন দিনের এ প্রতিযোগিতায় সাঁতারের ১০০ ও ডাইভিংয়ে তিন ইভেন্টে ৮ শতাধিক সাঁতারু অংশ নেবেন।’


বয়সভিত্তিক এই সাঁতার প্রতিযোগিতায় ৬ বিভাগীয় সংস্থা, ৪৪ টি জেলা ক্রীড়া সংস্থা, ৪৩ টি সুইমিং ক্লাব, ১টি শিক্ষা বোর্ড, বিকেএসপি, বাংলাদেশ আনসারসহ ৯৬ টি দল অংশ গ্রহণ করবে।

জাতীয় বয়সভিত্তিক সাঁতার অনুষ্ঠিত হচ্ছে প্রায় দুই বছর পর। সর্বশেষ এ প্রতিযোগিতা হয়েছিল ২০১৭ সালের অক্টোবরে।


   আরও সংবাদ