ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ ভাদ্র ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

পিপলস পার্টি বিলুপ্ত, বিএনপির সাথে একীভূত


প্রকাশ: ৭ সেপ্টেম্বর, ২০১৯ ১৪:০০ অপরাহ্ন


পিপলস পার্টি বিলুপ্ত, বিএনপির সাথে একীভূত

   

স্টাফ রিপোর্টার : বিশ দলীয় জোটের শরীক দল পিপলস পার্টি বিলুপ্ত করা হয়েছে। এবং বিএনপির সাথে দলকে একীভূত হওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেন চেয়ারপার্সন বেগম রিটা রহমান।

রোববার (৮ সেপ্টম্বর) সকালে দলের জাতীয় নির্বাহী কমিটির জরুরী বৈঠকে দলের চেয়ারপার্সন বেগম রিটা রহমান সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে পিপলস পার্টি অব বাংলাদেশকে বিলুপ্ত।

সংবাদ মাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,  চলমান রাজনৈতিক পরিস্থিতির উপর বিস্তারিত আলোচনা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে চলমান গণতান্ত্রিক আন্দোলনে শরিক হওয়ার জন্য সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহিত হয়।

একীভূত হওয়ার পর গুলশান বিএনপি চেয়ারপার্সন কার্যালয়ে বেগম রিটা রহমান এর নেতৃত্বে সদ্য বিলুপ্ত বাংলাদেশ পিপলস পার্টির সকল নেতৃবৃন্দ বিএনপি মহাসচিব মির্জা আলমগীরের সাথে সাক্ষাৎ করে বিএনপিতে যোগ দান করেন। 

বিএনপি মহাসচিব এই সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়ে বেগম রিটা রহমানকে রংপুর ৩ উপ-নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নের চিঠি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।


   আরও সংবাদ