ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ ভাদ্র ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫

মোদিকে চোর আখ্যা, রাহুলের বিরুদ্ধে মামলা


প্রকাশ: ১৩ এপ্রিল, ২০১৯ ১৪:০০ অপরাহ্ন


মোদিকে চোর আখ্যা, রাহুলের বিরুদ্ধে মামলা

   

কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে ফৌজদারি আদালত অবমাননার অভিযোগ এনে মামলা করেছেন বিজেপি সংসদ সদস্য মিনাক্ষী লেখি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ এনে এই মামলা দায়ের করা হয়েছে। মোদিকে উদ্দেশ্য করে রাহুল গান্ধীর ‘চৌকিদার চোর হ্যায় (পাহারাদার চোর)’ মন্তব্যের জন্যই তিনি মামলা দায়ের করেছেন বলে জানা গেছে।

শুক্রবার আদালতে মিনাক্ষী লেখির প্রতিনিধিত্বকারী প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহাটগি বলেন, রাহুল গান্ধী প্রধানমন্ত্রীকে বলেছেন, চৌকিদার চোর হ্যায়- এটি ফৌজদারি আদালত অবমাননার মধ্যে পড়ে।

আদালত বিষয়টি আমলে নিয়ে আগামী সোমবার (১৫ এপ্রিল) শুনানির দিন ধার্য করেছেন।

এদিকে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ভারতীয় রাজনীতিকদের মধ্যে একে অপরকে আক্রমণ করে কথা বলার প্রতিযোগিতা শুরু হয়েছে বেশ আগে থেকেই। রাজনীতিবিদদের এই বাদানুবাদকে অনেকেই বলছেন স্ট্রিট ফাইট।

প্রসঙ্গত, ভারতের সাধারণ নির্বাচনে প্রথম দফার ভোট শুরু হয়েছে গতকাল ১১ এপ্রিল থেকে।  দ্বিতীয় দফার ভোটগ্রহণ হবে ১৮ এপ্রিল। এরপর ২৩ এপ্রিল তৃতীয় দফা, ২৯ এপ্রিল চতুর্থ দফা, ৬ মে পঞ্চম, ১২ মে ষষ্ঠ দফা ভোট অনুষ্ঠিত হবে। ১৯ মে তে শেষ হবে সাত দফার ভোটগ্রহণ।

২৩ মে ভোট গণনার পর ফল ঘোষণা করবে জাতীয় নির্বাচন কমিশন। সরকার গঠনের জন্য ২৭২টি আসনে সংখ্যাগরিষ্ঠতা পেতে হবে যে কোনো দলকে।

কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে ফৌজদারি আদালত অবমাননার অভিযোগ এনে মামলা করেছেন বিজেপি সংসদ সদস্য মিনাক্ষী লেখি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ এনে এই মামলা দায়ের করা হয়েছে। মোদিকে উদ্দেশ্য করে রাহুল গান্ধীর ‘চৌকিদার চোর হ্যায় (পাহারাদার চোর)’ মন্তব্যের জন্যই তিনি মামলা দায়ের করেছেন বলে জানা গেছে।

শুক্রবার আদালতে মিনাক্ষী লেখির প্রতিনিধিত্বকারী প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহাটগি বলেন, রাহুল গান্ধী প্রধানমন্ত্রীকে বলেছেন, চৌকিদার চোর হ্যায়- এটি ফৌজদারি আদালত অবমাননার মধ্যে পড়ে।

আদালত বিষয়টি আমলে নিয়ে আগামী সোমবার (১৫ এপ্রিল) শুনানির দিন ধার্য করেছেন।

এদিকে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ভারতীয় রাজনীতিকদের মধ্যে একে অপরকে আক্রমণ করে কথা বলার প্রতিযোগিতা শুরু হয়েছে বেশ আগে থেকেই। রাজনীতিবিদদের এই বাদানুবাদকে অনেকেই বলছেন স্ট্রিট ফাইট।

প্রসঙ্গত, ভারতের সাধারণ নির্বাচনে প্রথম দফার ভোট শুরু হয়েছে গতকাল ১১ এপ্রিল থেকে।  দ্বিতীয় দফার ভোটগ্রহণ হবে ১৮ এপ্রিল। এরপর ২৩ এপ্রিল তৃতীয় দফা, ২৯ এপ্রিল চতুর্থ দফা, ৬ মে পঞ্চম, ১২ মে ষষ্ঠ দফা ভোট অনুষ্ঠিত হবে। ১৯ মে তে শেষ হবে সাত দফার ভোটগ্রহণ।

২৩ মে ভোট গণনার পর ফল ঘোষণা করবে জাতীয় নির্বাচন কমিশন। সরকার গঠনের জন্য ২৭২টি আসনে সংখ্যাগরিষ্ঠতা পেতে হবে যে কোনো দলকে।


   আরও সংবাদ