ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ ভাদ্র ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

চৌগাছায় দলিত নারীদের ট্রেনিং শেষে সেলাইমেশিন প্রদান


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০১৯ ১৪:০০ অপরাহ্ন


চৌগাছায় দলিত নারীদের ট্রেনিং শেষে সেলাইমেশিন প্রদান

   

চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছায় ৬ দলিত নারীকে সেলাই মেশিন প্রদান করেছে ‘অশ্রুমোচন’ নামে একটি বেসরকারি সংস্থা। ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানীর অর্থায়নে নাগরিক উদ্যোগের সহযোগিতায় তিন মাসের ‘স্কিল ট্রেনিং অন সুইং এন্ড ড্রেস মেকিং’ প্রশিক্ষণ শেষে এই সেলাইমেশিন প্রদান করা হয়।

ট্রেনিং শেষে মেশিনপ্রাপ্ত দলিত নারীরা হলেন রত্না বালা, ববিতা রাণি দাস, মমতা রাণি বালা, কুমারি শিমলা বালা, পপি রাণি দাসি ও রজিনা দাসি।

বুধবার  (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের সুখপুকুরিয়া দাসপাড়া গ্রামের হরিজন স্কুলের সামনে সেলাইমেশিন বিতরণ অনুষ্ঠানে অশ্রু মোচনের নির্বাহী পরিচালক শোভা রানী বাড়ৈ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোতা মিয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার নাজিম উদ্দিন।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইউপি সদস্য আতিয়ার রহমান, সাবেক ইউপি সদস্য তরিকুল ইসলাম, কালিমাতা মন্দিরের সভাপতি মনোরঞ্জন, অশ্রুমোচনের প্রোগ্রাম অফিসার নাসির উদ্দিন, শিক্ষিকা দিপিকা রাণি প্রমুখ উপস্থিত ছিলেন।


   আরও সংবাদ