ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ ভাদ্র ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

ফের নিষেধাজ্ঞা জারি হামাস, হিজবুল্লাহ ও আইআরজিসির বিরুদ্ধে 


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০১৯ ১৪:০০ অপরাহ্ন


ফের নিষেধাজ্ঞা জারি হামাস, হিজবুল্লাহ ও আইআরজিসির বিরুদ্ধে 

   

মার্কিন সরকার ইরানের  আইআরজিসি, লেবাননের হিজবুল্লাহ ও ফিলিস্তিনের স্বাধীনতা প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন মানুচিন স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। তিনি বলেন, আইআরজিসি, হিজবুল্লাহ ও হামাসের কয়েকজন কর্মকর্তাকে নিষেধাজ্ঞার আওতায় এনেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়।

মানুচিন বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে ‘সর্বোচ্চ চাপ প্রয়োগের’ যে সিদ্ধান্ত নিয়েছেন তার সঙ্গে তিনি একমত। মার্কিন অর্থ মন্ত্রণালয় এ পর্যন্ত বহুবার আইআরজিসি, হিজবুল্লাহ ও হামাসের বহু কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরাইলের আগ্রাসী ভূমিকাকে প্রতিহত করার ক্ষেত্রে আইআরজিসি, হিজবুল্লাহ ও হামাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।


   আরও সংবাদ