ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ ভাদ্র ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

পোশাক শ্রমিকদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ


প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০১৯ ১৪:০০ অপরাহ্ন


পোশাক শ্রমিকদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ

   

স্টাফ রিপোর্টার : নোটিশ ছাড়া কর্মী ছাটায় ও বকেয়া পরিশোধের দাবিতে রাজধানীর তেজগাঁও এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা। 

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে তাদের এই বিক্ষোভ কর্মসূচী শুরু হয়। পুলিশের লাঠিচার্জে এখন পর্যন্ত বেশ কয়েকজন  জন আহত হয়েছে।

অনিবার্য কারণ ছাড়া অবৈধভাবে কর্মী ছাটাই এবং ঠিকভাবে বেতন না দেয়ায় নাসা গ্র“পের গার্মেন্টসের সামনে জড়ো হয় শ্রমিকরা। তাদের দাবি মালিকপক্ষ কোন কারণ ছাড়াই আট-দশ বছর ধরে কাজ করে যাওয়া কর্মীদের ছাটাই করছেন।

যদি তাদের ছাটাই করতেই হয় তবে যেন তাদের পাওনা পরিশোধ করা হয়। যদিও মালিকপক্ষের দাবি গার্মেন্টস বন্ধ করে দেয়া হবে আর যার জন্য এই উদ্যোগ। কিন্তু কর্মীরা না মানায় পুলিশের লাঠিচার্জে এখন পর্যন্ত ৪ জন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। 

গতকাল বুধবার সন্ধা থেকেই নাসা গ্রুপের গার্মেন্টসের সামনে জড়ো হয় পোশাক শ্রমিকরা।


   আরও সংবাদ