ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ ভাদ্র ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

ববিতে জাতীয় মানবাধিকার সোসাইটির নতুন কমিটি


প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০১৯ ১৪:০০ অপরাহ্ন


ববিতে জাতীয় মানবাধিকার সোসাইটির নতুন কমিটি

   

ববি থেকে খালিদ হাসান : বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) জাতীয় মানবাধিকার সোসাইটির নতুন কমিটি গঠন করা হয়েছে। জাতীয় মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান প্রফেসর মু. নজরুল ইসলাম তামিজী ১৭ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দিয়েছেন। 

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) এক প্রেস  বিজ্ঞপ্তির মাধ‍্যমে এ তথ্য জানানো হয়েছে।

জাতীয় মানবাধিকার সোসাইটির ববি শাখার সভাপতি হিসেবে সমাজবিজ্ঞান বিভাগের সৈয়দ মুস্তাকিম ও সাধারণ সম্পাদক হিসেবে  ম‍্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের খাজা আহমেদ কে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়াও সংগঠনটির সাংগঠনিক সম্পাদক করা হয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের  মুহাম্মদ আমিনুল ইসলাম ও দপ্তর সম্পাদক ভূতত্ত্ব ও খনিবিদ‍্যা বিভাগের ওবায়দুর রহমান কে। কমিটির অনান‍্যরা হলেন, সহ-সভাপতি শোভন মিয়া , জিএন নওরিন, সুমাইয়া আখতার তারিন, ওবায়দুল্লা ও রিয়াজুল ইসলাম, যুগ্ম সম্পাদক সাইমা অনন্যা , অর্থ সম্পাদক আবুল আসাদ, প্রচার সম্পাদক ইকবাল হাসান, নির্বাহী সদস্য নাজমুস সাকিব, রাবেয়া আক্তার ও মন্জুরুল ইসলাম। 

কমিটিতে কো-অর্ডিনেটর  হিসেবে হাফিজুর রহমান ও রাসেল ঘরামী কে রাখা হয়েছে।


   আরও সংবাদ