ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৩ ভাদ্র ১৪৩১, ৮ শাওয়াল ১৪৪৫

রংপুর উপ-নির্বাচনে জাপাকে ছাড় দিতে পারে আ. লীগ


প্রকাশ: ১২ সেপ্টেম্বর, ২০১৯ ১৪:০০ অপরাহ্ন


রংপুর উপ-নির্বাচনে জাপাকে ছাড় দিতে পারে আ. লীগ

   

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের সঙ্গে এক যুগেরও বেশি সময় ধরে মহাজোটে রয়েছে জাতীয় পার্টি। দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে পারস্পরিক সমঝোতায়ও এ দুটি দল। আগামী ৫ অক্টোবর রংপুর-৩ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। 

এ আসনে সম্প্রতি নিজেদের প্রার্থী ঘোষণা করে আওয়ামী লীগ। কিন্তু জাতীয় পার্টির প্রার্থী এরশাদপুত্র রাগহির আল মাহি সাদ এরশাদকে প্রার্থী দিয়েছে। 

জাপা অনানুষ্ঠানিকভাবে এ আসনটিতে ছাড় দিতে দাবি জানায়। এমন দাবির মুখে তাদের ছাড় দিচ্ছে আওয়ামী লীগ।

বৃহস্পতিবার জাপার প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিসতি বলেন, জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে জোটগতভাবে তিনটি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছে। তারা আমাদের দীর্ঘদিনের মিত্র। সে হিসেবে আমাদের প্রতি সম্মান দেখাবেন বলে আশা করছি। কারণ রংপুরের এ আসনটি প্রয়াত জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের।

এর সঙ্গে আমাদের দলের নেতাকর্মীরদের আবেগ জড়িত। তাই আওয়ামী লীগ এখনে প্রার্থী দিলেও সময় মতো জাতীয় পার্টির প্রার্থীকে সমর্থন জানাবে আশাকরি।

এদিকে, গতকাল রংপুর-৩ আসনে জাতীয় পার্টিকে ছাড় দিবে কিনা এমন এক প্রশ্নের জবাবে  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, রংপুরের আসনটি আসলে জোটের নিয়ম অনুযায়ী জাপার। এটি এরশাদের আসন। জাপা সংসদে এখন বিরোধীদলের আসনে। তারা আলাদাভাবে নির্বাচনে আসলে আসতে পারে, সেটা তাদের ব্যাপার। আর তারা যদি জোটগতভাবে আমাদের কাছে আসনটি চায়, তখন আমরা বিবেচনা করবো। 

এ প্রসঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, এখনো রংপুরের নির্বাচনের বিষয় কিছু বলা যাচ্ছে না। তবে আমরা চেষ্টা করছি জোটগতভাবে নির্বাচন করতে। এখন পর্যন্ত আওয়ামী লীগের সঙ্গে আমাদের অনুষ্ঠানিক কোনো বৈঠক হয়নি।


   আরও সংবাদ