ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ ভাদ্র ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

রাজধানীতে ভিওআইপি সরঞ্জামসহ আটক ১


প্রকাশ: ১৬ সেপ্টেম্বর, ২০১৯ ১৪:০০ অপরাহ্ন


রাজধানীতে ভিওআইপি সরঞ্জামসহ আটক ১

   

স্টাফ রিপোর্টার : রাজধানীর পল্লবীর বালুঘাটে একটি বাসায় অভিয়ান চালিয়ে সোমবার রাতের দিকে বিপুল পরিমান ভিওআইপি সরঞ্জামাদিসহ মারুফুল ইসলাম রিকো (৩৬) নামের একজনকে আটক করেছে র‌্যাব-৪। 

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) র‌্যাব-৪ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল বিএন নিউজকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যার-৪ এর সহকারী পুলিশ সুপার শরিফা আক্তার এর নেতৃত্বে বিটিআরসির উপ-সহকারী পরিচালক রায়হান কবিরের সহযোগিতায় অভিযানটি চালানো হয়।

এ সময় রিকোর ভাড়া বাসা থেকে ৩২ পোর্টের পাঁচটি অ্যাড প্যাক সিম বক্স, একটি কালো রঙয়ের সিম বক্স, মনিটর, রাউটার, সুইচ, সিপিইউ, আইপিএস, ব্যাটারি ও বিভিন্ন কোম্পানির ২১৫ টি সিম কার্ড এবং একাধিক ক্যাবল, চার্জার ক্যাবল, এন্টিনা উদ্ধার করা হয়।

রিকো ২০১৭ সাল থেকে আর্থিক লাভবান হতে অবৈধ ভিওআইপি ব্যবসা করছিলো, যা টেলিযোগাযোগ আইন-২০০১ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।


   আরও সংবাদ