ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ ভাদ্র ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

উজবেকিস্তানের নতুন রাষ্ট্রদূত হচ্ছে জাহাঙ্গীর আলম


প্রকাশ: ১৫ জুলাই, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


উজবেকিস্তানের নতুন রাষ্ট্রদূত হচ্ছে জাহাঙ্গীর আলম

   

কূটনৈতিক প্রতিবেদক : উজবেকিস্তানের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তিনি বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের (লিগ্যাল অ্যাফেয়ার্স) অতিরিক্ত সচিব হিসাবে কর্মরত আছেন।

মোহাম্মদ আলম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।পরবর্তীতে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন ক্যাডার)১৯৮৬ সালে যোগদান করেন।

কূটনৈতিক জীবনে মাঠ প্রসাশনসহ বিভিন্ন মন্ত্রনালয়ে কাজ দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি এশিয়া উয়িংস অব ইকোনোমিক রিলেশনস বিভাগে যুগ্ম সচীব হিসাবে দায়িত্ব পালন করেন।


   আরও সংবাদ