ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ ভাদ্র ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

করোনার ভূয়া সার্টিফিকেট নিয়ে ইতালি যান নি বাংলাদেশিরা : পররাষ্ট্র মন্ত্রণালয়


প্রকাশ: ১৫ জুলাই, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


করোনার ভূয়া সার্টিফিকেট নিয়ে ইতালি যান নি বাংলাদেশিরা : পররাষ্ট্র মন্ত্রণালয়

   

স্টাফ রিপোর্টার : সম্প্রতি ইতালিতে এক হাজার ৬০০ বাংলাদেশী করোনা নেগেটিভের ভূয়া সার্টিফিকেট নিয়ে যান নি।

বৃহস্পতিবার (১৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতালি সরকার কর্তৃক করোনা সার্টিফিকেট সঙ্গে নেয়ার কোনো আদেশ দেয়া হয়নি তবুও যাত্রাপথে প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে কিছু যাত্রী নিজে উদ্যোগেই করোনা নেগেটিভ সার্টিফিকেট সাথে নিয়ে যান। 

দূর্ভাগ্যবশত, কিছু ইতালী ফেরত বাংলাদেশি বাধ্যতামূলক কোয়ারেন্টাইন নিয়ম অমান্য করেছেন।
সম্ভবত তাদের কয়েকজন থেকে কম্যুউনিটিতে ভাইরাসটি ছড়িয়ে পড়তে পারে।

এছাড়া গত এক সপ্তাহে ইতালির লাজ্জিওতে ৫ হাজার নমুনার মধ্যে ৬৫ বাংলাদেশীর করোনা পজিটিভ পাওয়া যায়।

রোমে অবস্থানরত বাংলাদেশ দূতাবাসের সমন্বয়ে ইতালির লাজ্জিওতে অবস্থানরত ৩০ হাজার  বাংলাদেশীদের করোনা টেস্টের উদ্যোগ গ্রহণ করেন ইতালি সরকার।


   আরও সংবাদ