ঢাকা, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ ভাদ্র ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনার প্রকোপ নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে সরকার : তথ্যমন্ত্রী


প্রকাশ: ১৭ জুলাই, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনার প্রকোপ নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে সরকার : তথ্যমন্ত্রী

   

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, 'প্রধানমন্ত্রীশেখ হাসিনার নেতৃত্বে সরকার করোনা ভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে। আর অনেকেই সমালোচনা করেন ঘরে বসে টেলিভিশনে উঁকি দিয়ে, তারা ঘর থেকেও বের হন না।' 

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউজে শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপের পক্ষ থেকে চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন হাসপাতালে একশ'টি 'হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা' এবং কক্সবাজার জেলায় দুটি এ্যাম্বুলেন্স প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।  

মন্ত্রী এসময় চট্টগ্রাম মেরিন সিটি মেডিকেল কলেজ এন্ড হাসপাতালকে কোভিড-১৯ হাসপাতালে রূপান্তরের ঘোষণা দেন ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সেন্ট্রাল অক্সিজেন লাইন উদ্বোধন করেন এবং এসকল উদ্যোক্তাদের প্রশংসা করে বলেন, 'বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সবার সম্মিলিত প্রচেষ্টায় মহামারি দুর্যোগ মোকাবিলা করার জন্য যে আহবান জানিয়েছিলেন, তাতে যারা সাড়া দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।' 

তথ্যমন্ত্রী বলেন, সর্বোচ্চ  ঘনবসতিসহ নানা প্রতিকুলতা ও স্বাস্থ্যসেবা দেয়ার ক্ষেত্রে উন্নত দেশগুলোর চেয়ে পিছিয়ে থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বের কারণে করোনাভাইরাসে আমাদের দেশে মৃত্যুহার পৃথিবীর যে কয়টি হাতেগোনা দেশের মৃত্যুর হার পৃথিবীতে অন্যতম সর্বনিম্ন, এমনকি   ভারত ও পাকিস্তানের চেয়েও কম।

'স্বাস্থ্যখাতে জেকেজি ও রিজেন্ট গ্রুপের অনিয়মগুলো সরকারই উদ্ঘাটন করেছে, কোনো পত্রিকার রিপোর্ট বা বিরোধীদলের কথায় নয়। অনিয়ম-দুর্নীতি দমনের জন্য এগুলো সরকারই উদঘাটন করেছে' উল্লেখ করে ড. হাছান বলেন, 'আমি ব্যক্তিগতভাবে মনে করি স্বাস্থ্য অধিদপ্তরের এব্যাপারে আরো সতর্ক হওয়া প্রয়োজন ছিল।'

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদের সভাপতিত্বে ও জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির, চট্টগ্রাম বিএমএ’র সভাপতি ডা. মুজিবুল হক, সাধারন সম্পাদক ফয়সাল ইকবাল চৌধুরী, এসআলম গ্রুপের প্রতিনিধি আকিজ উদ্দিন প্রমুখ। 

তথ্যমন্ত্রী এসময় চট্টগ্রামে আইসোলেশন সেন্টার খোলার জন্য সিটি মেয়র এবং ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার ভাই ডা: বিদ্যুৎ বড়ুয়াসহ চট্টগ্রামের যেসব স্বেচ্ছাসেবী সংগঠন ও সংগঠক কোভিড মোকাবিলায় এগিয়ে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানান। নিজ নির্বাচনী এলাকা রাঙ্গুনিয়ায় একটি স্বেচ্ছাসেবী সংগঠন সকল ধর্মের মানুষের লাশ সৎকার করছে, জানান তিনি।


   আরও সংবাদ