ঢাকা, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ ভাদ্র ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

পশুর হাট ও বর্জ্য অপসারণ সংক্রান্ত তথ্যের জন্য ডিএনসিসির কন্ট্রোল রুম স্থাপন


প্রকাশ: ২৮ জুলাই, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


পশুর হাট ও বর্জ্য অপসারণ সংক্রান্ত তথ্যের জন্য ডিএনসিসির কন্ট্রোল রুম স্থাপন

   

স্টাফ রিপোর্টার : পশু কোরবানির স্থান, কোরবানি পশুর বর্জ্য অপসারণ ও কোরবানি পশুর হাট সংক্রান্ত তথ্য জানার জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) গুলশানস্থ নগর ভবনে সার্বক্ষণিক কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। 

কন্ট্রোল রুম আগামীকাল সকাল ৯টা থেকে থেকে ঈদের পরের দুই দিন (আগামী সোমবার) পর্যন্ত খোলা থাকবে।

ডিএনসিসির নাগরিকগণ কন্ট্রোল রুমে ফোন করে তাদের জন্য পশু কোরবানির নির্ধারিত স্থান জেনে নিতে পারবেন। উল্লেখ্য পশু কোরবানির জন্য এবছর ডিএনসিসিতে মোট ২৫৬টি স্থান নির্ধারণ করা হয়েছে। 

এছাড়া কোরবানি দেওয়ার পরে কোথাও পশুর বর্জ্য অপসারণ করা না হলে তা কন্ট্রোল রুমে জানালে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। কোরবানি পশুর হাট, ডিজিটাল হাট, অনলাইনে কোরবানি দিয়ে মাংস প্রস্তুত করে বাসায় পৌঁছে দেওয়া সংক্রান্ত তথ্যও কন্ট্রোল রুম থেকে জানা যাবে।

কন্ট্রোল রুমের নম্বরঃ ০২-৫৮৮১৪২২০, ০৯৬০-২২২২৩৩৩, এবং ০৯৬০-২২২২৩৩৪


   আরও সংবাদ