ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ ভাদ্র ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫

আজ থেকে সীমিত পরিসরে বশেমুরবিপ্রবি দাপ্তরিক কার্যক্রম শুরু


প্রকাশ: ৮ অগাস্ট, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


আজ থেকে সীমিত পরিসরে বশেমুরবিপ্রবি দাপ্তরিক কার্যক্রম শুরু

   

বশেমুরবিপ্রবি থেকে খাদিজা জাহান : বৈশ্বিক করোনা ভাইরাস সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার লক্ষ্যে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্ধারিত ছুটি অনুযায়ী ৩১ আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।

তবে আজ (৯ আগস্ট) থেকে সীমিত পরিসরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)এর দাপ্তরিক কার্যক্রম শুরু হয়েছে।

উক্ত বিষয়টি রেজিস্টার প্রফেসর ড.নূর উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রয়োজনে এবং দাপ্তরিক কাজ সুষ্টুভাবে পরিচালনার জন্যে মাননীয় ভাইস চ্যান্সেলর দপ্তর, প্রকৌশল দপ্তর, পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস দপ্তর,হিসাব দপ্তর, রেজিস্টার দপ্তর, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর এবং কেন্দীয় লাইব্রেরী ৯ আগস্ট থেকে সীমিত পরসরে খোলা থাকবে।

এসমস্ত দপ্তরের প্রধানগণ স্বীয় দপ্তরের প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা ও কর্মচারীগণকে দপ্তরে উপস্থিত রেখে প্রয়োজনীয় কার্যাদি পরিচালনা করবেন।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের জরুরী সেবাসমূহ যেমন পানি, বিদ্যুৎ এবং নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকান্ড যথারীতি অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ক্লাস, পরীক্ষা এবং আবাসিক হলসমূহ পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।


   আরও সংবাদ