ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ ভাদ্র ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

মুজিব বর্ষে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন


প্রকাশ: ১৪ অগাস্ট, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


মুজিব বর্ষে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

   

মণিরামপুর (যশোর) সংবাদদাতা : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও ‘‘মুজিব বর্ষ” উপলক্ষ্যে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ ও এর আওতাধীন বিভিন্ন পর্যায়ের দপ্তরের আঙ্গিনায় ৫০০ টি ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপনের কর্মসূচী গ্রহণ করা হয়েছে। 

যশোরের মণিরামপুর উপজেলায় যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সদর দপ্তরে বৃক্ষরোপন অভিযান উদ্বোধন করেন সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌঃ অরুন কুমার কুন্ডু। 

এ সময় তিনি একটি সৌদি খেজুর গাছ রোপন করে কর্মসূচীর উদ্বোধন করেন। কর্মসূচীর আওতায় একই সময়ে সমিতির আওতাভুক্ত ০৪ টি জোনাল, ০২ টি সাব-জোনাল অফিস, ৩ টি ইনডোর সাব-স্টেশন ও ০৩ টি এরিয়া অফিসে মোট ৫০০ (পাঁচশত) টি চারা রোপন করা হবে। এছাড়া সদর দপ্তরে একটি ড্রাগন ফ্রুটসের বাগান করা হবে। 

এ সময় জেনারেল ম্যানেজার প্রকৌঃ অরুন কুমার কুন্ডু বলেন,‘‘জাতির পিতার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে তার সোনার বাংলা গড়ার অংশীদার হওয়ার জন্য বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নির্দেশনা মোতাবেক অত্র সমিতি এই মহতি কর্মসূচী গ্রহণ করেছে”।


   আরও সংবাদ