ঢাকা, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ২৭ পৌষ ১৪৩১, ৭ রবিউল আউয়াল ১৪৪৬

করোনা আক্রান্ত জেনেও একি করলেন তৌসিফ!


প্রকাশ: ২ ডিসেম্বর, ২০২০ ১০:০৬ পূর্বাহ্ন


 করোনা আক্রান্ত জেনেও একি করলেন তৌসিফ!

বিনোদন ডেস্ক: করোনায় আক্রান হয়েও নাটকের শুটিং করলেন জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব।

নিজেই ভেরিফায়েড ফেসবুক আইডি দিয়ে ঘোষণা দিলেন করোনায় আক্রান্ত হয়েছেন। সঙ্গে তার স্ত্রী ও শ্বশুরবাড়ির সবাই করোনা পজিটিভ। অথচ প্রকাশ্যে সেই ঘোষণার দিয়েও নাটকের শুটিং করলেন অভিনেতা তৌসিফ। সেটাও কারওয়ান বাজারের মতো জনবহুল এলাকায়।

এ বিষয়টি বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে নাটক পাড়ায়। যারা তৌসিফের সংস্পর্শে গেছেন সবাই করোনা আতঙ্কে ভুগছেন বলেও জানা গেছে।

ঘটনার সূত্রপাত মঙ্গলবার (১ ডিসেম্বর) বিকেলে তৌসিফ একটি পুরনো ছবি তার ফেসবুকে পোস্ট করেন। সেখানে দেখা যায় তার স্ত্রী হাসপাতালের বিছানায়। তিনি এক পাশে শুয়ে আছেন। ক্যাপশনে লিখেছেন, ‘প্রতিটি স্বামীকে এই দিনটি দেখতে হবে। আল্লাহ সকলকে শক্তি দান করুন সেই আশা করি... ছবিটি পুরাতন, কিন্তু বউটা এইবার অনেক অসুস্থ... #করোনা। শুধু বউ না, শ্বশুরবাড়িতে সবাই...। ...আমিও দোয়া করবেন। প্লিজ...।’

অভিনেতার ভক্তরা সেখানে মন্তব্য করে প্রার্থনা জানিয়েছেন যেন দ্রুত সবাই আরোগ্য লাভ করেন। গণমাধ্যমেও স্ত্রীসহ তৌসিফের করোনায় আক্রান্তের খবরটি প্রকাশ হয়েছে বেশ গুরুত্ব দিয়ে।

কিন্তু মঙ্গলবার সন্ধ্যা থেকেই তৌসিফকে কারওয়ান বাজারে শুটিং করতে দেখা যায়। রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় নাটকের বেশ কয়েকটি দৃশ্যেই শুটিংয়ে অংশ নিতে দেখা গেছে তৌসিফকে। এই খবর শুনে গণমাধ্যমের কাছে বিস্ময় প্রকাশ করেছেন শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম। তিনি বলেন, ‘একজন অভিনেতার কাছে এটা কোনোভাবেই প্রত্যাশা করা যায় না। তার উচিত নিজেকে আইসোলেটেড রেখে সুস্থ করে তোলা এবং অন্যদের প্রতিও যত্নশীল হওয়া। এটা অন্যায়।’

এদিকে ঘটনাটি নিয়ে নির্মাতা রাফাত মজুমদার রিংকু বলেন, ‘তৌসিফ অসুস্থ ছিলেন। আমরা জানি তিনি সুস্থ হয়ে গেছেন। তাই তাকে নিয়ে কাজ করতে কোনো আপত্তি দেখাইনি। নাটকের অল্প কিছু শুটিং বাকি ছিল, শেষ করেছি।’

রাজধানীর কারওয়ান বাজারের কয়েকটি অংশে শুটিং হয়েছে। তৌসিফের সঙ্গে শুটিংয়ে অংশ নিয়েছেন এলআর সোহেল। তিনি নিজেও একজন পরিচালক। গতকাল কারওয়ান বাজারে ইত্তেফাক ভবনের সামনে শুটিং করছিলেন তৌসিফের সঙ্গে। তিনি বলেন, ‘তৌসিফ ভাইকে দেখে অসুস্থ মনে হয়নি। তাকে স্বাভাবিকভাবেই কাজ করতে দেখলাম। তৌসিফ ভাই ফেসবুকে পোস্ট দিয়েছেন সেটাও দেখিনি আমি। কিছুই আসলে বলতে পারছি না।’

এ প্রসঙ্গে গণমাধ্যমের কাছে মুখ খোলেননি অভিনেতা তৌসিফ মাহবুব।


   আরও সংবাদ