ঢাকা, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ২৭ পৌষ ১৪৩১, ৭ রবিউল আউয়াল ১৪৪৬

ব্যাচেলর পয়েন্টে ফারিয়া


প্রকাশ: ৭ ডিসেম্বর, ২০২০ ১১:৪৭ পূর্বাহ্ন


ব্যাচেলর পয়েন্টে ফারিয়া

বিনেদন ডেস্ক: আলোচিত নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ দেখা যাবে ফারিয়া শাহরিনকে। সম্প্রতি নাটকটির চিত্রায়ণে অংশ নিয়েছেন এ অভিনেত্রী।

ইনস্টাগ্রামে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের দর্শকপ্রিয় চরিত্র ‘কাবিলা’র সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন ফারিয়া। ক্যাপশনে লিখেছেন, ‘আপনাদের প্রিয় কাবিলার সঙ্গে।’

এ নাটকে অভিনয় প্রসঙ্গে ফারিয়া শাহরিন বলেন, ব্যাচেলর পয়েন্টের অংশ হতে পেরে আমি আনন্দিত। নোয়াখালীতে শুটিং করছি। হাজার মানুষের ভিড় এখানে। ভিড়ের মধ্যেই আমাদের শুটিং করতে হচ্ছে। এত দিন পর ভালো একজন পরিচালকের সঙ্গে কাজ করে শান্তি লাগছে।
কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের তৃতীয় কিস্তি নিয়মিত প্রচার হচ্ছে ধ্রুব টিভি নামের ইউটিউব চ্যানেলে। সপ্তাহের প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার সন্ধ্যা ৭টায় প্রচার হচ্ছে নাটকটি।

 


   আরও সংবাদ