Severity: Warning
Message: mysqli::real_connect(): Headers and client library minor version mismatch. Headers:100324 Library:30120
Filename: mysqli/mysqli_driver.php
Line Number: 201
Backtrace:
File: /home/bnnews24/public_html/application/controllers/SS_shilpi.php
Line: 6
Function: __construct
File: /home/bnnews24/public_html/index.php
Line: 316
Function: require_once
প্রকাশ: ১৭ ডিসেম্বর, ২০২০ ২২:৪১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: এই সময়ের সেরা ফুটবলার কে? প্রশ্ন ছুড়লেই বিতর্কে জড়িয়ে যায় মেসি-রোনাল্ডোর সমর্থকরা। কে কত গোল করল, কয়টি এসিস্ট করল, কতবার ব্যালন ডিঅর জিতল!
দুজনের নানা পরিসংখ্যানের ডালি খুলে বসেন তারা। আর্জেন্টাইন ও পর্তুগিজ দুই মহাতারকাকে সেরা বানাতে আদাজল খেয়ে নামে ভক্তরা।
তবে এতোসব সমীকরণ ছাপিয়ে এ কথাতে একমত সবাই - মেসি ও রোনাল্ডো দুজনেই একুশ শতকের সেরা দুই ফুটবলার।
যদিও ম্যাচসংখ্যা ও গোলসংখ্যায় দুজনের বিস্তর পার্থক্য রয়েছে তবে বুধবার রাতে এই দুই মহারথীকে মিলিয়ে দিয়েছে একটি পরিসংখ্যান। যদিও পরিসংখ্যানটি লজ্জার। সেটা হচ্ছে পেনাল্টি মিসের।
বুধবার রাতে সেরিএ-তে আটলান্টার বিপক্ষে পেনাল্টি থেকে গোল মিস করেন জুভেন্টাস তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
সেই ম্যাচে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারায় জুভিরা।
এই পেনাল্টি মিস যোগ করে ফুটবল ওয়েবসাইট ট্রান্সফার মার্কেট জানিয়েছে, ক্লাব ও জাতীয় দল মিলিয়ে রোনাল্ডোর এখনও পর্যন্ত ২৬তম পেনাল্টি মিস করেছেন। আর লিওনেল মেসিও এখনও পর্যন্ত ক্যারিয়ারে পেনাল্টি মিস করেছেন ২৬টি।
অর্থাৎ দুজনেই সমানসংখ্যক পেনাল্টি মিস করেছেন।
মেসি সর্বশেষ পেনাল্টি মিস করেছেন ২০১৯ সালের ১৫ নভেম্বর ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচে।
তবে পেনাল্টি থেকে গোল করার সাফল্যের হারে মেসির চেয়ে এগিয়ে রোনাল্ডো।
ক্যারিয়ারে পেনাল্টি থেকে ১৩৩টি গোল করেছেন সিআরসেভেন। অন্যদিকে মেসির পেনাল্টি গোল ৯৭টি।