ঢাকা, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ২৭ পৌষ ১৪৩১, ৭ রবিউল আউয়াল ১৪৪৬

অভিনেতা আবদুল কাদের আর নেই


প্রকাশ: ২৬ ডিসেম্বর, ২০২০ ০৩:২১ পূর্বাহ্ন


অভিনেতা আবদুল কাদের আর নেই

স্টাফ রিপোর্টার: জনপ্রিয় অভিনেতা আবদুল কাদের ইন্তেকাল করেছেন  (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  শনিবার (২৬ ডিসেম্বর) সকালে রাজধানীর একটি  হাসপাতালে ক্যান্সারের চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বস ত্যাগ করেন।

তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শোবিজ অঙ্গনে। হাসপাতাল সূত্রে জানা যায়, তার মরদেহ মরদেহ হাসপাতাল থেকে বাসায় নেয়া হবে।

'কোথাও কেউ নেই' ধারাবাহিক নাটকে অভিনয়ের মাধ্যমে পরিচিতি অর্জনকারী আব্দুল কাদের অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপন ও ম্যাগাজিন অনুষ্ঠানেও প্রিয়মুখ ছিলেন। তার অভিনীত নাটক ও অন্যান্য শিল্পমাধ্যমে তিনি দেশের মানুষের মাঝে বেঁচে থাকবেন।

 


   আরও সংবাদ