প্রকাশ: ২ জানুয়ারী, ২০২১ ১০:৫৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: আবারও জনপ্রিয় রিয়্যালিটি শো ‘সেরা রাঁধুনি’র বিচারকের আসনে দেখা যাবে চিত্রনায়িকা পূর্ণিমাকে।
আড়াই বছর আগে তিনি মাছরাঙা টিভিতে প্রচারিত রান্নাবিষয়ক জনপ্রিয় রিয়্যালিটি শো ‘সেরা রাঁধুনি’র বিচারক হয়েছিলেন। আগামী মার্চ থেকে আবারও শুরু হচ্ছে সেই অনুষ্ঠান। সেখানে তাকে দেখা যাবে বিচারকের আসনে।
পূর্ণিমা বলেন, এই অনুষ্ঠানে আগেও বিচারক হিসেবে কাজ করেছি। এই অনুষ্ঠানের যারা আয়োজক তাদের আগ্রহ ছিল বলেই আমাকে আবারও বিচারক হিসেবে চূড়ান্ত করেছেন।
‘সেরা রাঁধুনি’ ছাড়াও এর আগে নাচের রিয়্যালিটি শোতে বিচারক হয়েছিলেন পূর্ণিমা।