Severity: Warning
Message: mysqli::real_connect(): Headers and client library minor version mismatch. Headers:100324 Library:30120
Filename: mysqli/mysqli_driver.php
Line Number: 201
Backtrace:
File: /home/bnnews24/public_html/application/controllers/SS_shilpi.php
Line: 6
Function: __construct
File: /home/bnnews24/public_html/index.php
Line: 316
Function: require_once
প্রকাশ: ৯ মার্চ, ২০২১ ১০:৫২ পূর্বাহ্ন
ইবি থেকে শাহীন : নেপালে আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ঘোষিত ফুটবল দলে স্থান পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মেহেদী হাসান (রয়েল) নামের একজন শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্র।
মঙ্গলবার (৯ মার্চ) শ্রীলঙ্কা সফরের জন্য বাফুফে ঘোষিত ফুটবল দলে মেহেদী হাসানের নাম ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে।
তার বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুরে। তিনি বাংলাদেশের ফুটবল ক্লাব মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদের হয়ে নিয়মিত খেলাধুলা করেন এবং তিনি বিকেএসপির সাবেক ছাত্র ও খেলোয়াড়।
এ ব্যাপারে জানতে চাইলে মেহেদী হাসান বলেন, 'বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচে খেলার সুযোগ পাওয়ার অনুভূতি ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। সত্যিই আমি অনেক আনন্দিত। আমি আমার বিশ্ববিদ্যালয়ের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যারা আমাকে সর্বদা অনুপ্রেরণা দিয়েছেন। সকলের কাছে দোয়া প্রার্থনা করছি।'
প্রসঙ্গত, নেপালের আমন্ত্রণমূলক টুর্নামেন্ট হচ্ছে ফিফা উইন্ডোতে। আগামী ২৩, ২৫ ও ২৭ মার্চ শুরুপূর্বে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।