ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ ভাদ্র ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫

এশিয়ার ৪৬টি দেশের মধ্যে বাংলাদেশের জিডিপি গ্রোথ সবচেয়ে বেশি : মোমেন


প্রকাশ: ১৭ জানুয়ারী, ২০২০ ১৩:০০ অপরাহ্ন


এশিয়ার ৪৬টি দেশের মধ্যে বাংলাদেশের জিডিপি গ্রোথ সবচেয়ে বেশি : মোমেন

   

কূটনৈতিক প্রতিবেদক : এশিয়ার ৪৬টি দেশের মধ্যে বাংলাদেশের জিডিপি গ্রোথ সবচেয়ে বেশি, আমরা দারিদ্রকে অর্ধেকের নিচে নামিয়ে নিয়ে এসেছি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। শনিবার হোটেল ব্লু বেরিতে প্রবাসী বিনিয়োগ ও রেমিট্যান্স উন্নয়ন বিষয়ক সেমিনারে যোগ দিয়ে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আমাদের দক্ষ জনশক্তির অভাব রয়েছে। বিদেশে কর্মরত মাত্র ২ শতাংশ জনশক্তি দক্ষ। বাকি ৯৮ শতাংশ দক্ষ নয়। প্রণোদনা দেওয়ায় ১৮ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। আমি আশা করি ভবিষ্যতে এর পরিমাণ আরও বাড়বে। ড. মোমেন বলেন, এখন বিদেশে যাওয়ার বিভিন্ন সুযোগ আসছে। আমরা ইকোনমিক ডিপ্লোম্যাসি চালু করেছি। এর মধ্যে বিনিয়োগ বাড়ানোসহ মোট চারটি বিষয়কে আমরা ফোকাস করেছি।


   আরও সংবাদ