ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ ভাদ্র ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

চৌগাছায় আন্তঃপ্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী


প্রকাশ: ১৯ জানুয়ারী, ২০২০ ১৩:০০ অপরাহ্ন


চৌগাছায় আন্তঃপ্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

   

চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছায় আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।  সোমবার দুপুরে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে শহরের চৌগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান। স্বরূপদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামাউল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, গোলাম কিবরিয়া, সঞ্জয় ঘোষাল, সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন, কয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর-ই-আলম মুক্তি প্রমুখ। উপস্থিত ছিলেন সিংঝুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহমিনা খাতুন, পুড়াহুদা সপ্রবির প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীরপুর সপ্রবির প্রধান শিক্ষক নূরজাহান, ধুলিয়ানী সপ্রবির প্রধান শিক্ষক আব্দুল মুজিদ, বুন্দেলিতলা সপ্রবির প্রধান শিক্ষক কাজী তানিয়া প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমাজের সভাপতি মেহেদী আল মাসুদ সবুজ, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা বিদ্যুৎ, অর্থ সম্পাদক মুকুল হোসেনসহ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ। আলোচনা সভা শেষে বিভিন্ন গ্রুপে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।  এদিকে প্রতিযোগিতায় চৌগাছার সাংবাদিক ও কলেজ প্রভাষক অমেদুল ইসলামের একমাত্র কন্যা অথৈ হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে।


   আরও সংবাদ