ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ ভাদ্র ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫

সেনা, নৌ ও বিমান বাহিনীর পক্ষ থেকে সাড়ে ৩০ কোটি টাকার সহায়তা


প্রকাশ: ২৮ মার্চ, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


সেনা, নৌ ও বিমান বাহিনীর পক্ষ থেকে সাড়ে ৩০ কোটি টাকার সহায়তা

   

স্টাফ রিপোর্টার : করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ অধিকতর বেগবান এবং কার্যকরী করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। 

এই তহবিলে বাংলাদেশ সেনাবাহিনীর সকল পদবীর সদস্যদের একদিনের বেতনের পাশাপাশি সেনা কল্যাণ সংস্থা, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরী লিমিটেড, বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেড ও ট্রাস্ট ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে সর্বমোট ২৫ কোটি টাকা প্রদান করা হয়েছে।

একই ধারাবাহিকতায় সকল নৌ সদস্যদের এক দিনের বেতন ও নৌবাহিনী পরিচালিত অন্যন্য প্রতিষ্ঠান হতে সর্বমোট ৪ কোটি ৫০ লক্ষ টাকা এবং সকল বিমান সেনাদের এক দিনের বেতন বাবদ এক কোটি কুড়ি লক্ষ টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করা হয়েছে।


   আরও সংবাদ