ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ ভাদ্র ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বাঁধন ট্রান্সফিউশন সেন্টার’ উদ্বোধন


প্রকাশ: ২৪ অক্টোবর, ২০১৯ ১৪:০০ অপরাহ্ন


ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বাঁধন ট্রান্সফিউশন সেন্টার’ উদ্বোধন

   

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের দ্বিতীয় তলায় স্থাপিত ‘বাঁধন ট্রান্সফিউশন সেন্টার’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সেন্টারের উদ্বোধন করেন।

উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন মানবিক সেবা প্রদানের ক্ষেত্রে অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। বাঁধনের এই সেবা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, নব প্রতিষ্ঠিত ‘বাঁধন ট্রান্সফিউশন সেন্টার’ এর সেবা ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যসহ সর্ব সাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

এসময় বাঁধন ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহিদুল ইসলাম রিপনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বাঁধনের উপদেষ্টা অধ্যাপক ডা. মুন্সী এম. হাবিবুল্লাহ, স্পন্দন বি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মশিহ উর রহমান, আয়োজক কমিটির আহ্বায়ক এস এম কোরবান আলী ও বাঁধন ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল শাহাদাৎ হোসাইন তানভীর উপস্থিত ছিলেন।


   আরও সংবাদ