ঢাকা, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ ভাদ্র ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

চৌগাছায় কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ পালিত


প্রকাশ: ২৫ অক্টোবর, ২০১৯ ১৪:০০ অপরাহ্ন


চৌগাছায় কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ পালিত

   

চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরে চৌগাছা থানার আয়োজনে স্থানীয় সংসদ সদস্য ও প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উদ্বোধন করেন।

শনিবার (২৬ অক্টোবর) সকাল ১১ টায় এ উপলক্ষে উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে এ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজ সকালে চৌগাছা থানা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীবের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন স্থানীয় সংসদ সদস্য ও প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান লাড্ডু, উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক এসএম সাইফুর রহমান বাবুল, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও চৌগাছা সদর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবমহিলালীগের যুগ্ম সম্পাদক নাজনীন নাহার পপি, ঝিকরগাছার মাগুরা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক। 

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মাস্টার সিরাজুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক সহিদুল ইসলাম মিয়া, জেলা আওয়ামী লীগের সদস্য শাহিন সরদার, জেলা পরিষদ সদস্য হবিবর রহমান, শ্যায়লা জেসমিন, উপজেলা যুবলীগের যুগ্ম আহব্বায়ক শরিফুল ইসলাম, সুখপুকুরিয়া ইউপি চেয়ারম্যান তোতা মিয়া, স্বরূপদাহ ইউপি চেয়ারম্যান শেখ আনোয়ার হোসেন, পাশাপোল ইউপি চেয়ারম্যান ওবাইদুল ইসলাম সবুজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেন, সাধারণ সম্পাদক বিএম শফিকুজ্জামান রাজু, উপজেলা যুবমহিলালীগের সাধারণ সম্পাদক নাছিমা খাতুন প্রমুখ। কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে সন্ধ্যায় উপজেলা পরিষদ হল রুমে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।


   আরও সংবাদ