ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ ভাদ্র ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

ভুয়া নকশা দিয়ে এফআর টাওয়ার নির্মাণ, তিন আসামির জামিন বাতিল


প্রকাশ: ৪ নভেম্বর, ২০১৯ ১৩:০০ অপরাহ্ন


ভুয়া নকশা দিয়ে এফআর টাওয়ার নির্মাণ, তিন আসামির জামিন বাতিল

   

স্টাফ রিপোর্টার : নকশা জালিয়াতি, ইমারত বিধিমালা লংঘন করে ভবন নির্মাণে ছাড়পত্র ইস্যু, ফি জমা ও নকশা অনুমোদন না করে ভুয়া নকশা তৈরি করে এফআর টাওয়ার নির্মাণ করার অভিযোগে দুদকের দায়ের করা মামলায় তিন আসামির জামিন বাতিল করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে তাদের আগামী এক সপ্তাহের মধ্যে আত্মসমর্পন করতে বলা হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের  বেঞ্চ এ আদেশ দেন।

আসামিরা হলেন, ইজারা গ্রহিতা সৈয়দ মো. হোসাইন ইমাম ফারুক ( এস এম এইচ ফারুক), রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্রাক্তন ইমারত পরিদর্শক মো. আওরঙ্গজেব সিদ্দিকী ( নান্নু) ও সাবেক উপপরিচালক ( এস্টেট)  মুহাম্মদ শওগত আলী।

এর মহানগর দায়রা জজ আদালতের দেয়া জামিন বাতিল চেয়ে দুদক  পৃথক তিনটি আবেদন করে। দুদকের পক্খুষে ছিলেন খুরশিদ আলম খান, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না।


   আরও সংবাদ