ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ ভাদ্র ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে এক পায়ে দাড়িয়ে: পররাষ্ট্রমন্ত্রী


প্রকাশ: ২৫ নভেম্বর, ২০১৯ ১৩:০০ অপরাহ্ন


রোহিঙ্গাদের ফেরত পাঠাতে এক পায়ে দাড়িয়ে: পররাষ্ট্রমন্ত্রী

   

নিউজ ডেস্ক: রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আমরা এক পায়ে দাঁড়িয়ে। তবে মিয়ানমার এ নিয়ে অপপ্রচার চালাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা জানান। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সিএসিসিআই সম্মেলনে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন।

সম্মেলন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মিয়ানমার বিভিন্ন জায়গায় অপপ্রচার চালাচ্ছে যে, আমরা রোহিঙ্গাদের ফেরত পাঠানোর জন্য নাকি প্রস্তুত নই। এটা তাদের অপপ্রচার। রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আমরা এক পায়ে দাঁড়িয়ে। আমাদের দিক থেকে প্রস্তুতির কোনো ঘাটতি নেই।

অপর এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এনআরসি ভারতের অভ্যন্তরীণ বিষয়। এটা নিয়ে তাদের সঙ্গে আলাপ হয়েছে। তারা আমাদের এনআরসি নিয়ে আশ্বাস দিয়েছে, বলেছে এটা তাদের বিষয়।

বাংলাদেশে ভারতের নাগরিকদের পুশ ইন করা হচ্ছে কিনা জানতে চাইলে ড. মোমেন বলেন, এমন খবর আমাদের জানা নেই। সরকারিভাবেও কেউ এটা আমাদের জানায়নি।


   আরও সংবাদ