ঢাকা, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ ভাদ্র ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

এসএ গেমস বাঘিনিদের দাপুটে জয়


প্রকাশ: ২ ডিসেম্বর, ২০১৯ ১৩:০০ অপরাহ্ন


এসএ গেমস বাঘিনিদের দাপুটে জয়

   

স্পোর্টস ডেস্ক: লঙ্কান নারী ক্রিকেট দলের দেওয়া ১২৩ রানের টার্গেটকে সহজ লক্ষে বানিয়ে ৭ উইকেটে তাদের হারায় সালমা খাতুনের দল।

দলের হয়ে অপরাজিত থেকে সর্বোচ্চ ৫১ রান করেছেন সানজিদা ইসলাম। তার ৪৫ বলের ইনিংসটি আটটি চারে সাজানো। অপরাজিত ২৩ রান করেন ফারজানা হক। উইকেট ছাড়ার আগে ২৯ রান করেন ওপেনার আয়শা রহমান।

কুড়ি ওভারে ৬ উইকেটে ১২২ রান করে টসে হারা শ্রীলঙ্কা। ৪৯ বলে পাঁচ চার ও চার ছক্কায় অপরাজিত ৫৬ রান করেন ওপেনার উমেশা থিমাশিনি। ৩৩ রান করেন হর্শিথা মাধবি।

বাংলাদেশের বোলারদের মধ্যে ৩২ রানে ৪ উইকেট নেন স্পিনার নাহিদা আক্তার। একটি উইকেট নেন জাহানারা আলম।

পোখরায় রঙ্গসালা স্টেডিয়ামে মঙ্গলবার নিজেদের প্রথম ম্যাচে লঙ্কান নারী দলকে নির্ধারিত ওভারের আগেই বল বাকি থাকতে মাত্র তিন উইকেট হারিয়ে সহজ জয় তুলে নেন বাঘিনিরা।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা: ১২২/৬ ( ২০ ওভার) উমেশা ৫৬, সামারা ৩৩, সন্দীপনী ১২; নাহিদা ৪/৩২, জাহানার ১/২৩

বাংলাদেশ: ১২৬/৩ ( ১৮.৩ ওভার) সানজিদা ৫১*, আয়েশা ২৯, ফারজানা ২৩*, নিগার ৬, মুর্শিদা ৮ উমেশা ১/১৩।

ফল: বাংলাদেশ ৭ উইকেটে জয়ী।


   আরও সংবাদ