ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ ভাদ্র ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

নোয়াখালীতে ‘বন্দুকযুদ্ধে’ ১৬ মামলার আসামি নিহত


প্রকাশ: ২২ ডিসেম্বর, ২০১৯ ১৩:০০ অপরাহ্ন


নোয়াখালীতে ‘বন্দুকযুদ্ধে’ ১৬ মামলার আসামি নিহত

   

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মনির হোসেন প্রকাশ কসাই মনির (৩৫) নামে একজন নিহত হয়েছেন, যার বিরুদ্ধে ১৬টি মামলা থাকার কথা জানিয়েছে পুলিশ।

রোববার (২২ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের ধর্মপুর এলাকায় ‘বন্দুকযুদ্ধে’র এ ঘটনা ঘটে।

নিহত মনির উপজেলার পরকোট ইউনিয়নের নুরুজ্জামানের ছেলে।

পুলিশ বলছে, মনির একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক আইনে এবং বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, ১৬ মামলার আসামি মাদক ব্যবসায়ী মনিরকে রোববার বিকেলে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে তাকে নিয়ে মাদক ও অস্ত্র উদ্ধারে অভিযানে যায় পুলিশ। এ সময় মনিরের সহযোগীরা গুলি ছুড়ে তাকে পুলিশের কাছ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে পুলিশও পাল্টা গুলি চালায়। দু’পক্ষের মধ্যে গুলি চলার এক পর্যায়ে মনির গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।

তিনি জানান, ঘটনাস্থল থেকে একটি এলজি, কার্তুজ ও কিছু ইয়াবা উদ্ধার করা হয়েছে।


   আরও সংবাদ