ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ ভাদ্র ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে ভিতরে হাতাহাতি, বাহিরে ককটেল বিস্ফোরণ


প্রকাশ: ৩১ ডিসেম্বর, ২০১৯ ১৩:০০ অপরাহ্ন


ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে ভিতরে হাতাহাতি, বাহিরে ককটেল বিস্ফোরণ

   

স্টাফ রিপোর্টার : ছাত্রদলের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীতে সমাবেশের আয়োজন করে সংগঠনটি। সমাবেশের এক পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে বসার জায়গা নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে নিজেদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়।

বুধবার (পহেলা জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার ইন্সটিটিউটে সমাবেশের আয়োজন করে সংগঠনটি। 

সমাবেশ শুরুর এক ঘন্টার মাথায় দুই দফা নেতাকর্মীদের মাঝে হাতাহাতি ও দুপুর ১২ টায় ইঞ্জিনিয়ার ইন্সটিটিউটের সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটে।  

প্রত্যক্ষদর্শীরা জানা, সাদা একটি মাইক্রোবাস থেকে ককটেল ছুড়ে দ্রুত জায়গায় ত্যাগ করে। ককটেল বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনি।

সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম,  বিএনপি'র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, ছাত্রদলের সাবেক সভাপতি আকরামুল হক উপস্থিত রয়েছেন । 

সমাবেশের সভাপতিত্ব করছেন, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সঞ্চালনায় রয়েছেন, সাধারণ সম্পাদক হয়েছেন ইকবাল হোসেন শ্যামল।


   আরও সংবাদ