ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ ভাদ্র ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট ও সরকারি মডেল প্রাইমারী স্কুলে বই উৎসব


প্রকাশ: ৩১ ডিসেম্বর, ২০১৯ ১৩:০০ অপরাহ্ন


চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট ও সরকারি মডেল প্রাইমারী স্কুলে বই উৎসব

   

চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব পালিত হয়েছে। 

বুধবার বেলা ১০টায় সরকারি শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের বই উৎসবে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান। 

স্কুলের সহ-প্রধান শিক্ষক সফিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম মোঃ রফিকুজ্জামান, প্রধান শিক্ষক আজিজুর রহমান, অভিভাবক বাবর আলী। শিক্ষার্থীদের মধ্যে বক্তৃতা করেন ৮ম শ্রেণি থেকে জিপিএ-৫ পেয়ে ৯ম শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থী সাদিয়া আফরিন। অনুষ্ঠানে স্কুলের সকল শিক্ষক-শিক্ষার্থীরা ছাড়াও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্কুলের ১০৪৫ জন শিক্ষার্থীর মধ্যে বই বিতরণ করা হয়।

বেলা ১১টায় সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের বই উৎসবে উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান। 

স্কুলের সহকারী শিক্ষক মামুন শামীম আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন চৌগাছা পৌর মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, ইউআরসির ইন্সট্রাক্টর নূরুজ্জামান, সহকারী শিক্ষা অফিসার গোলাম কিবরিয়া, পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান শাহিন প্রমুখ। অনুষ্ঠানে স্কুলের ৬১৫ শিক্ষার্থীর মধ্যে বই বিতরণ করা হয়।


   আরও সংবাদ