ঢাকা, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ ভাদ্র ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

পিলখানা হত্যা মামলায় হাইকোর্টের ২৯ হাজার পৃষ্ঠার রায় প্রকাশ


প্রকাশ: ৭ জানুয়ারী, ২০২০ ১৩:০০ অপরাহ্ন


পিলখানা হত্যা মামলায় হাইকোর্টের ২৯ হাজার পৃষ্ঠার রায় প্রকাশ

   

স্টাফ রিপোর্টার : পিলখানা হত্যা মামলায়  হাইকোর্টের দেয়া ২৯ হাজার ৫৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে।

বিচারপতি শওকত হোসেন, বিচারপতি আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের স্বাক্ষরের পর বুধবার এ রায় প্রকাশ করা হয়। 

এরমধ্যে বিচারপতি শওকত হোসেন ১১ হাজার ৪০৭ পৃষ্ঠা, বিচারপতি আবু জাফর সিদ্দিকী ১১ হাজার ৪০৮ থেকে ২৭ হাজার ৯৫৯ পৃষ্ঠা এবং বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ২৭ হাজার ৯৬০ পৃষ্ঠা থেকে ২৯ হাজার ৫৯ পৃষ্ঠা পর্যন্ত লিখেছেন।

 পিলখানা হত্যার ঘটনায় ২০১৩ সালের ৫ নভেম্বর ১৫২ জন বিডিআর সদস্যকে মৃত্যুদণ্ড দিয়ে রায় দেন বিচারিক আদালত। ওই রায়ের ডেথ রেফারেন্স এবং আপিলের ওপর শুনানি শেষে ২০১৭ সালের ২৬ ও ২৭ নভেম্বর রায় ঘোষণা করেন হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ।

রায়ে ১৩৯ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন। এর মধ্যে ১ জন মারা গেছেন। বাকি ১২ জনের মধ্যে ৮ জনের সর্বোচ্চ সাজা কমিয়ে যাবজ্জীবন ও অন্য চারজনকে বেকসুর খালাস দেওয়া হয়।

এখন এ মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ রায় পর্যালোচনা করে উচ্চতর আদালতে আপিলের কথা জানিয়েছেন।


   আরও সংবাদ