ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ ভাদ্র ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

চৌগাছায় শিক্ষারমান উন্নয়নে মাউশির কর্মশালা


প্রকাশ: ২৫ জানুয়ারী, ২০২০ ১৩:০০ অপরাহ্ন


চৌগাছায় শিক্ষারমান উন্নয়নে মাউশির কর্মশালা

   

চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছায় মাউশির মনিটারিং এন্ড ইভ্যালুয়েশন উইং ‘ লার্নিং অ্যাসেসমেন্ট বাস্তবায়নে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কর্মকর্তা এসএম আব্দুল খালেক। প্রধান অতিথি ছিলেন মাউশির গবেষনা কর্মকর্তা এবিএম আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম রফিকুজ্জামান।

কর্মশালায় উপজেলার ১১ টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানগণ অংশগ্রহণ করেন। শিক্ষার মানদন্ড যাচায়ের লক্ষ্যে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো থেকে ৭ম ও ৯ম শ্রেণির ৬০ জন করে শিক্ষার্থীর আগামীকাল সোমবার নিজ প্রতিষ্ঠানে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় পরিদর্শকের দায়িত্ব পালন করবেন উপজেলার বিভিন্ন কলেজের ২২ জন শিক্ষক। এ লক্ষ্যে কলেজের ২২ জন শিক্ষকদেরও নির্দেশনা দেওয়া হয়েছে।

কর্মশালা অনুষ্ঠানে মাউশির কর্মকর্তা এবিএম আনোয়ার হোসেন বলেন, শিক্ষার মানদন্ড যাচায়ের জন্য ২য় ধাপে দেশের ৮ টি বিভাগের  ৬৪ টি জেলার ১ হাজারটি প্রতিষ্ঠানে আজ একই সময়ে নির্ধারিত দুটি শ্রেণীর শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে।


   আরও সংবাদ